০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরাতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

মাগুরাতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন ১৮ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়। মাগুরা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শ্রীপুর রোড, নতুন বাজার, কেশব মোড়, চৌরঙ্গী মোড়, পারনান্দুয়ালী ব্রিজ হয়ে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। প্রায় দেড় শতাধিক ছাত্র ও তরুণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক, মাগুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যারাথনের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন যে, এ আয়োজন শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, তারুণ্যের উচ্ছ্বাস ও সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটি সুন্দর উদ্যোগ।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, জেলা তথ্য অফিস, স্কাউট স্বেচ্ছাসেবক দল এবং তরুণ প্রতিযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বাখ//এস