রাজারহাট প্রেস ক্লাবের আয়োজনে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

রাজারহাট প্রেস ক্লাব এর আয়োজনে ভিক্ষুক ও এতিম সহ সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রাজারহাট প্রেস ক্লাবে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ,রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোকলেছুর রহমান বিপ্লব ও সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত ।
অন্যান্যদের মধ্যে রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সহ-সভাপতি মোবাশে^র আলম লিটন,সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও বাদশা মিয়া,সাংবাদিক রাশেদুল ইসলাম,বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম,কুইক র্যাবেন,আতাউর,মিতু সহ অনেকে উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ৭০বছর বয়সি প্রতিবন্ধী ভিক্ষুক আমজাদ হোসেন। তিনি বলেন,“এই কম্বলের জন্যে কত জায়গায় গেইছং কাইঁয়ো মোক একখ্যান কম্বল দেয় নাই। তোমার প্রেসক্লাব হামাক ডাকে আনি কম্বল দিলেন।
উপজেলার চাকিরপশার ইউনিয়নের জলুটারী গ্রামের ৮৫বছর বয়সী অশীতিপর বৃদ্ধ মোস্তফা জানান,“কোন মেম্বার-চেয়ারম্যান হামাক কম্বল দেয় নাই,আজারহাট প্রেসক্লাব হামাক কম্বল দেইল,এল্যা এইখ্যান গাত দিয়ে রাইতত ঘুম পারবের পাইমো।
উপজেলার হরিশ^র তালুক গ্রামের ৭২বছর বয়সি রইজ উদ্দিন বলেন,“মোক কম্বলটা দিলেন তোমার গুলার জন্যে মুই দোয়া করিম। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন,সাংবাদিকদের এই আয়োজনের মত সমাজের অন্যান্য শ্রেণি পেশার মানুষদেরও এগিয়ে আসা উচিৎ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা সামাজিক কর্মকান্ডে অবদান রাখার বিষয়টি সত্যিই আনন্দ জনক।
কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ বলেন,আজকের মতো ভবিষ্যতেও রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকগণ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহন অব্যাহত রাখবে বলে আশা করছি।
রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুন যদু বলেন,ভিক্ষুক-এতিম সহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে।
বাখ//আর