শীতার্ত মানুষের মাঝে পাকুন্দিয়া প্রেস ক্লাবের কম্বল বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পাকুন্দিয়া প্রেস ক্লাব। শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে শতাধীক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সহযোগীতায় পাকুন্দিয়া প্রেসক্লাব এসব কম্বল বিতরণ করে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আছাদুজ্জামান খন্দকার, সহ সভাপতি শামসুল আলম শাহীন, মো. মিজানুর রহমান ও আনম তানভীর হায়দার ভূঁঞা, সাধারন সম্পাদক এসএএম মিনহাজ উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক ক.ম মুহিবুল্লাহ বচ্চন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন হৃদয়, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসাইন আইয়ুবী, দপ্তর সম্পাদক রবি দাস, কার্যকরী সদস্য তরিকুল হাসান শাহীন ও ওমর ফারুক আকন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আওয়াল মোহাম্মদী, মো. মজিবুর রহমান, সিদ্দিক হোসেন কিশোর ও আবুল কাশেম বিপ্লব প্রমুখ।
বাখ//এস