সাইফ-হামলায় সন্দেহভাজনের নতুন ছবি প্রকাশ্যে

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় হামলাকারীর নতুন ছবি প্রকাশ্যে এল। সাইফের ওপর হামলার ঘটনায় দু’দিন পেরিয়েছে। হামলাকারীর কাপড় বদলের অনুমান আগেই করেছিল তদন্তকারী দল। নতুন ছবিতে, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে আক্রমণকারীকে হলুদ পোশাক পরতে। কিন্তু বেরিয়েছে আলাদা পোশাকে।
এখনও পর্যন্ত প্রকৃত হামলাকারী কে তা চিহ্নিত করতে পারেনি মুম্বই পুলিশ। তারা জানিয়েছে, হামলাকারী সম্ভবত বান্দ্রা থেকে মুম্বইয়ের চারপাশে ঘুরতে বা অন্য কোথাও যাওয়ার জন্য ট্রেন ধরেছিল। একাধিক পুলিশ টিম সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে শহর জুড়ে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে।
পুলিশ হামলার সঙ্গে জড়িত একজন কাঠমিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, হামলার সঙ্গে ওই ব্যক্তির কোনো যোগসূত্র ছিল না এবং এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। এখনও পর্যন্ত ৪০ থেকে ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করে, তাদের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। সন্দেহকারীর বয়স প্রায় ৩৫-৪০ বছর।
এখনও পর্যন্ত তিনটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যাতে অভিযুক্তকে দেখা গিয়েছে। প্রথম ফুটেজে তাকে খালি পায়ে সাইফের বাড়িতে ঢুকতে দেখা যায়। দ্বিতীয় ফুটেজে তাকে বাড়ি থেকে বের হতে দেখা যায় এবং তৃতীয় ফুটেজে তাকে জামা বদলে বেরোতে দেখা যায়।
পুলিশ সূত্রের খবর, সন্দেহভাজন ব্যক্তিকে পেশাদার অপরাধী বলে মনে করা হচ্ছে না। তার কোন অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি বা তার পরিবার বা কোন বন্ধুদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশকে ফাঁকি দিতে সে পাল্টাচ্ছেন, মনে হচ্ছে তিনি কোন ক্রাইম ওয়েব সিরিজ বা ক্রাইম মুভি দ্বারা প্রভাবিত।
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে আপাতত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।