০৪:৩৫ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তের সংঘর্ষ, বিএসএফের দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক

সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে তারা।

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে বিএসএফ।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সন্ধ্যার আগেই দুই দেশের নাগরিকেরাই ঘরে ফিরেছেন’, বলেও জানান তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি কিশোর আহত হয়।

এর আগে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত ৫ ডিসেম্বর টানা চারদিন উত্তেজনা চলে। শেষ পর্যন্ত কাাঁটাতারের বেড়া নির্মাণ না করেই পিছু হটে বিএসএফ। দুই দেশের বাহিনীর মধে দফায় দফায় বৈঠক শেষে যখন পরিস্থতি স্বাভাবিক হওয়া শুরু করে তখনই আবার নতুন উত্তেজনা পরিস্থিতি দেখা দেয়।

অভিযোগ উঠেছে বিজিবি সদস্যসহ কয়েকজন আহত হয়েছে এবং বিএসএফ বোমা নিক্ষেপ করেছে—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য উল্লেখযোগ্য আহত হওয়ার পরিসংখ্যান নেই। বিএসএফের কেউ আহত বা নিহত হয়েছে কি না আমরা এখনো জানতে পারিনি।

‘মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। আমি বিজিবি মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি। আশা করি, বিজিবি ও বিএসএফ সদর দপ্তর উচ্চ পর্যায়ে আলোচনা করবেন,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৮৫ জন দেখেছেন

সীমান্তের সংঘর্ষ, বিএসএফের দুঃখ প্রকাশ

আপডেট : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে তারা।

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি এমন কর্মকাণ্ড উচিত হয়নি বলেও জানিয়েছে বিএসএফ।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সন্ধ্যার আগেই দুই দেশের নাগরিকেরাই ঘরে ফিরেছেন’, বলেও জানান তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি কিশোর আহত হয়।

এর আগে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত ৫ ডিসেম্বর টানা চারদিন উত্তেজনা চলে। শেষ পর্যন্ত কাাঁটাতারের বেড়া নির্মাণ না করেই পিছু হটে বিএসএফ। দুই দেশের বাহিনীর মধে দফায় দফায় বৈঠক শেষে যখন পরিস্থতি স্বাভাবিক হওয়া শুরু করে তখনই আবার নতুন উত্তেজনা পরিস্থিতি দেখা দেয়।

অভিযোগ উঠেছে বিজিবি সদস্যসহ কয়েকজন আহত হয়েছে এবং বিএসএফ বোমা নিক্ষেপ করেছে—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য উল্লেখযোগ্য আহত হওয়ার পরিসংখ্যান নেই। বিএসএফের কেউ আহত বা নিহত হয়েছে কি না আমরা এখনো জানতে পারিনি।

‘মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। আমি বিজিবি মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি। আশা করি, বিজিবি ও বিএসএফ সদর দপ্তর উচ্চ পর্যায়ে আলোচনা করবেন,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল।