০৪:২৩ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরাতে ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

১৯ জানুয়ারি রবিবার মাগুরা সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহায়তা করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
বাখ//ইস