০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আলভী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে মোঃ আলভী নামে এক শিশু।আলভী রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মোঃ তসলিম উদ্দিনের শিশু সন্তান।
জানাগেছে গত শনিবার দুপুরে আলভীকে নিয়ে ফটিকছড়ি উপজেলায় দাওয়াতে গিয়েছিলেন তার মা শরীফা আকতার।সেখানে সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিলেন তখন আলভী খেলছিল, এরপর নিখোঁজ হয়। পরে রবিবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, শিশু আলভী খেলতে খেলতে  পুকুরে পড়ে গেছে।তার মৃত্যুতে গোটা পরিবার শোকে মাতম, চলছে কান্নার রোল। মা বাবা আদরের ধনকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন। তাদের আহজারীতে আকাশ বাতাশ ভারী হয়ে উটেছে।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
১১৮ জন দেখেছেন

মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু আলভী

আপডেট : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
রাউজানে মায়ের সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে মোঃ আলভী নামে এক শিশু।আলভী রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মোঃ তসলিম উদ্দিনের শিশু সন্তান।
জানাগেছে গত শনিবার দুপুরে আলভীকে নিয়ে ফটিকছড়ি উপজেলায় দাওয়াতে গিয়েছিলেন তার মা শরীফা আকতার।সেখানে সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিলেন তখন আলভী খেলছিল, এরপর নিখোঁজ হয়। পরে রবিবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, শিশু আলভী খেলতে খেলতে  পুকুরে পড়ে গেছে।তার মৃত্যুতে গোটা পরিবার শোকে মাতম, চলছে কান্নার রোল। মা বাবা আদরের ধনকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন। তাদের আহজারীতে আকাশ বাতাশ ভারী হয়ে উটেছে।
বাখ//এস