শাহজাদপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। আজ রবিবার (১৯ জানুয়ারি) শাহজাদপুর উপজেলার দুর্গম চর এলাকা বলে খ্যাত গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্দ্যোগে স্কুল ব্যাগ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার।
আলহাজ আব্দুস ছোবাহনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম এ কুদ্দুসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম জাফর লিটন, শিক্ষক নাজমা খাতুন, আল মামুন রেজা, শাকিল আহমেদ প্রমুখ। পলে ৬ শত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন ।
এ সময় প্রধান অতিথি গোলাম সারোয়ার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় অভিসিক্ত হয়েই শাসক গোষ্ঠিীর রেখে যাওয়া ধবংসপ্রাপ্ত ও বিধ্বস্ত অর্থনীতি পুণরুদ্ধারে অত্যান্ত সাহসী বাস্তব ভিত্তিক উন্নয়ন ও পরিকল্পনা গ্রহন করেন যা দেশের কৃষির আধুনিকায়ন, উন্নয়ন ও রুপান্তরকে ত্বরান্বিত করেছে।
তিনি আরও বলেন, আগের সরকার ইতিহাসকে বিকৃত করেছে। আমরা দেশের মানুষকে সঠিক ইতিহাস তুলে ধরব। দেশ আজ রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছে। তাই এ সকল শিশুদের সঠিক ইতিহাস শেখানোর আহবান জানান। এদিকে নতুন ব্যাগ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে শিক্ষার্থীরা । এই ব্যাতক্রমী আয়োজনে খুশী অভিভাবকরা।
বাখ//আর