০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিমল অধিকারী কালার পরলোকগমন

শাহজাদপুর উপজেলা জুয়েলারী এসোসিয়েশনের সাবেক সভাপতি ও যমুনা জুয়েলার্সের স্বত্তাধিকারী বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিমল অধিকারী কালা (৬৮) গত শনিবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেন। আজ রবিবার ভোরে তার মরদেহ পৌর এলাকার মনিরামপুর গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে পড়ে। উপজেলা জুয়েলারী সমিতির নেতৃবৃন্দ, উপজেলা পুজা উদযাপন পরিষদ, বণিক সমিতি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিন দুপুরে শাহজাদপুর কেন্দ্রিয় মহাশ্বশানে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বাখ//আর