০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না : শামা ওবায়েদ

বিশেষ প্রতিবেদক

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এখনো আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের আন্দোলন চলবে। কারণ শেখ হাসিনা ভারতে বসে আর তার দোসরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে। সেই সুযোগ যেন না পায়।

তাই সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। এই আন্দোলনে বহু ছাত্র-জনতাকে আমরা হারিয়েছি। গত ১৫ বছরে সারাদেশে আমাদের বহু নেতাকর্মী গুম ও খুন হয়েছে। আন্দোলনেও অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সব চেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনাকারণে জেল খেটেছেন। তিনি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপির এক ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, আপনারা যে ১৭ বছর নির্যাতিত হয়েছেন। আপনারা তো গ্রাম্য দলপক্ষ করেন। আওয়ামী লীগের নেতাকর্মী দলপক্ষের দোহাই দিয়ে আপনাদের ঘাড়ে চেপে বসতে চাইছে। দলপক্ষ ভারি করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারি করার দরকার নাই। বিএনপিকেই শক্তিশালী করতে হবে।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাভলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমূখ।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
৮৯ জন দেখেছেন

ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না : শামা ওবায়েদ

আপডেট : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এখনো আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের আন্দোলন চলবে। কারণ শেখ হাসিনা ভারতে বসে আর তার দোসরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে। সেই সুযোগ যেন না পায়।

তাই সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। এই আন্দোলনে বহু ছাত্র-জনতাকে আমরা হারিয়েছি। গত ১৫ বছরে সারাদেশে আমাদের বহু নেতাকর্মী গুম ও খুন হয়েছে। আন্দোলনেও অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সব চেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনাকারণে জেল খেটেছেন। তিনি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপির এক ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, আপনারা যে ১৭ বছর নির্যাতিত হয়েছেন। আপনারা তো গ্রাম্য দলপক্ষ করেন। আওয়ামী লীগের নেতাকর্মী দলপক্ষের দোহাই দিয়ে আপনাদের ঘাড়ে চেপে বসতে চাইছে। দলপক্ষ ভারি করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারি করার দরকার নাই। বিএনপিকেই শক্তিশালী করতে হবে।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাভলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমূখ।

বাখ//আর