০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার পরে সংস্কারের বাকি কাজ করবে বলেও জানান তিনি।

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। বেলা ১১ টার দিকে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় যেকোনো পরিস্থিতিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে তারসঙ্গে নির্বাচনও হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কার এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাবো।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘সরকার যা বলেছে ও পরিকল্পনা করেছে সব প্রতিবেদনগুলো পাবার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তারপরই সিদ্ধান্ত নেয়া হবে। ঐক্যমত ছাড়া কোনটাই গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ে মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করেছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

এসময় তিনি সকলে ঐক্যবদ্ধ থেকে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর আহ্বান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম প্রমুখ।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
৯৩ জন দেখেছেন

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল

আপডেট : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার পরে সংস্কারের বাকি কাজ করবে বলেও জানান তিনি।

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। বেলা ১১ টার দিকে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় যেকোনো পরিস্থিতিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে তারসঙ্গে নির্বাচনও হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কার এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাবো।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘সরকার যা বলেছে ও পরিকল্পনা করেছে সব প্রতিবেদনগুলো পাবার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তারপরই সিদ্ধান্ত নেয়া হবে। ঐক্যমত ছাড়া কোনটাই গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ে মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করেছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

এসময় তিনি সকলে ঐক্যবদ্ধ থেকে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর আহ্বান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম প্রমুখ।