সাঁথিয়ায় জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা তাঁতীদলের আয়োজনে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তোরাব আলীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় বিএনপির মামলা ও গুম-খুনের প্রধান সমন্বয়ক ও সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ্ উদ্দিন খান পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম কাশু। আরও বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, বিএনপি নেতা আব্দুল করিম,রহম আলী, হোসেন সরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজ,বিএনপি নেতা সেলিম হোসেন,আমিনুল ইসলাম, মজিবর রহমান, জুলহাস হোসেন, জহুরুল ইসলাম, পৌর তাঁতীদলের আহবায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, তাঁতীদল নেতা মোতালেব হোসেন, সেলিম সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক জীবন আহম্মেদ, যুবদল নেতা মুন্না, লিমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বাখ//এস