০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারী ছিপাতলী দরবারে ওরশ শরীফ উপলক্ষ্যে মিলাদ মাহফিল

আন্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত হাটহাজারী দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফে সুলতানুল হিন্দ,নায়েবে মোস্তফা, আতায়ে রাসুল (দঃ) হুজুর খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরী হাসান চান্জেরী (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে গতকাল শনিবার ছিপাতলী দরবার শরীফে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মাহফিলে ছদারত করেন (মাঃজিঃআ) আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান।
ও ছিপাতলী মাদ্রাসার অধ্যক্ষ মুর্শেদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা শাহ সূফি আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী।
বাখ//এস