কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা এলাকায় মহাসড়কে সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে লরিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল চালক হৃদয় মিয়া (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কিশোরের নাম হৃদয় মিয়া (১৭)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে। ধরখার ফাঁড়ি থানা ইনচার্জ এস আই জাকির খবরের কাগজকে জানায়, হৃদয় দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। সড়কের ছতুরা নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে ছিটকে পড়েন।
এ সময় ভাগ্যক্রমে মোটরসাইকেলের পেছনে বসা থাকা দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাখ//এস
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com