০৯:০০ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ফিরবে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকার হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের স্ক্রিনে জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে লেখা প্রচারিত হয়েছে।
জানা যায়, রবিবার সন্ধ্যার পর উপজেলার মেডিকেল মোড় এলাকার হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জামায়েতী ইসলামী এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ছুটে আসেন। সেখানে তারা এ ঘটনার প্রতিবাদ করে বলেন, কে বা কাদের ইন্ধনে এমন দুঃসাহসিক কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাখ//আর