০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেস ক্লাবে উপজেলা প্রতিনিধির আয়োজনে পাইকগাছা প্রেস ক্লাব সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা প্রতিনিধি এস এম আবুল হাশেম।
প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পাইকগাছা প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক সমাজের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃআব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধি এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওপাড়া পত্রিকার প্রতিনিধি এন ইসলাম সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এস এম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগ, দৈনিক দেশের কন্ঠ ও দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার প্রতিনিধি মোঃ আলাউদ্দীন রাজা, দৈনিক আমাদের সময় ও দেশসংযোগ পত্রিকার প্রতিনিধি স্নেহেন্দু বিকাশ, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, দৈনিক সাতক্ষীরার প্রমথ সানা, দৈনিক জন্মভূমির পূর্ন চন্দ্র মন্ডল, দৈনিক মানবকন্ঠের শাহরিয়ার কবির, দৈনিক স্বাধীনমত পত্রিকার শাহ জামান বাদশা, দক্ষিণাঞ্চল প্রতিদিনের শেখ জুবায়ের হোসেন, দৈনিক যশোর বার্তা শেখ মামুনুর রশীদ, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স কর্মকর্তা রাফিউজ্জামান, মোস্তাফিজ রহমান, রউফ ও বেলাল প্রমুখ।
বাখ//এস