ভাঙ্গুড়ায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
দন্ডপ্রাপ্তরা হলেন, কাউন্টার মাস্টার মাসুদ রানা,শহরের মসজিদ পাড়ার বাসিন্দা ফরহাদ আলী এবং নৌবারিয়া গ্রামের বাসিন্দা বাবলু সরদার। এর আগে কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেকেই একাধিক মাদক মামলায় হাজতবাস করেছেন। এসময় অপর মাদক ব্যবসায়ী ফারুক নামের এক ব্যক্তিকে নিয়মিত মাদক মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ভাঙ্গুড়ায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। মাসুদ রানা একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে হাজত বাস করেছেন। অপরদিকে মাদক ব্যবসায়ী ফরহাদ, বাবলু ও ফারুক দীর্ঘদিন ধরেও মাসুদ রানার কাছ থেকে মাদক নিয়ে এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে মাদক বিক্রি করেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ /৩৬/৫ ধারায় প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একজনকে নিয়মিত মামলায় থানা-পুলিশের নিকট সোর্পদ করা হয়।
বাখ//এস