রাজশাহীর অধিনায়ক পরিবর্তন, নেতৃত্বে তাসকিন

বিপিএলের মাঝপথে নেতৃত্ব বদলের ঘটনা নতুন নয়। এর আগেও এমনটা হয়েছে। দুর্বার রাজশাহী তাদের নেতৃত্বে বদল এনেছে। নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে চাপমুক্ত করতে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তার বদলে তাসকিনের কাঁধে নেতৃত্ব ভার তুলে দিয়েছে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট।
রাজশাহীর তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলের বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দুর্বার রাজশাহী আশা প্রকাশ করে বলেছে, ‘আমরা আশা করি, টুর্নামেন্টে লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তাসকিন দলকে এগিয়ে নিতে পারবেন।
বাখ//আর