০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
রাজস্থলীতে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীতে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকাল থেকে রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহকারীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালাচ্ছেন।
নির্বাচন অফিস সুত্রে জানিয়েছে রাজস্থলীতে এবার ৮ জন সুপারভাইজার ও ২৭ জন তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নিয়েছেন। এদিকে পার্বত্য জেলার বান্দরবান সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় যাতে কোনভাবে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য নির্বাচন কমিশন থেকে কঠোর নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
উপজেলায় যাচাই-বাছাই কমিটি ও বিশেষ সমন্বয় কমিটি নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র। এদিকে ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটাররা তাদের ভোটার তালিকায় তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করে আসছে।
অপর দিকে স্থানীয়রাও তথ্য সংগ্রহকারীদের হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম সফল করার জন্য নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া জানান, সুন্দর ভাবে হালনাগাদ ভোটার করার চেষ্টা অব্যাহত রেখেছি।ইতিপূর্বে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাখ//এস