০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সুদীর্ঘ ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারি তারিখে দিনাজপুরে জামায়ত-ইসলামীর কর্মী সম্মেলন

সুদীর্ঘ ২০ বছর পর আগামী ২৫ শে জানুয়ারি দিনাজপুরের গৌড় শহীদ সেনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে জামাতে ইসলামী বাংলাদেশের কর্মীর সম্মেলন। কর্মী সম্মেলনকে সফল করতে দিনাজপুরের সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জামাতে ইসলামী দিনাজপুর জেলা শাখা।
আজ ২০ জানুয়ারি রাত সাড়ে ছয়টার দিকে শহরের পাহাড়পুর এলাকায় অবস্থিত জেলা জামাত কার্যালয়ে এই মতবিনিময় শোভা অনুষ্ঠিত হয়। জেলা জামাতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতি সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
এ সময় তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গড়ে শহীদ সেনা ঈদগাহ বড় মাঠে অনুষ্ঠিত হবে কর্মীর সম্মেলন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জামাতের আমীর ডঃ শফিকুর রহমান। মূলত জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিতেই এই কর্মী সম্মেলন। আমরা প্রত্যাশা করছি এই সম্মেলনে প্রায় আড়াই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। মহিলাদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। এর মাধ্যমে জামাতে ইসলামী তাদের কার্যক্রমের পরিধি ও ও গতি আরো বেগবান হবে। সম্মেলনটিকে সফল করতে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি বলেন, সাংবাদিকরা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারে সেজন্য সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। কোন সাংবাদিকের দায়িত্ব পালনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য প্রত্যেক সাংবাদিক ও ক্যামেরা পার্সন কে পরিচিতি কার্ড প্রদান করা হবে। সাংবাদিকদের বসার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই সম্মেলনকে ঘিরে গুঞ্জন
এখন জেলা ছাড়িয়ে আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ইনশাআল্লাহ আমাদের সমাবেশ সফল হবে।এ সময় স্বাগত বক্তব্য রাখেন জামায়াত নেতা এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু, আশিকুর রহমান পলাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ জামায়াত নেতা এ কে এম আফজালুল আনম। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও জামাত ইসলামিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস