হোসেনপুরে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের স্বচ্ছ লটারির ড্র অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে সোমবার (২০ জানুয়ারি) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের ঠিকাদার নির্বাচনে স্বচ্ছ লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহীদ ইভা সভাপতিত্বে করেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে ২০২৪-২৫ অর্থ-বছরের গ্রামীণ রাস্তাসমুহ টেকসই করণের লক্ষ্যে ২য় পর্যায়ের প্রকল্পে প্রাপ্ত ২৫০ টি দরপত্রের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল জানান, প্রায় ৭৮ লাখ টাকার উন্নয়ন কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে।
এতে উপস্তিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা সমবায় অফিসার গোলাম মোর্শেদ মৃধা, বিআরডিবি কর্মকর্তা হামিম রানা, এলজিইডি উপ-সহকারী ইমরান হাসান ও অংশ্রগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগন।
বাখ//এস