কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। প্রবাসীর স্ত্রীকে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে মুখ, হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘটনাটি শনিবার ভোরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামে প্রবাসী আমিরুল ইসলাম ভূইয়া শাহীনের বাড়িতে ঘটে।
জানা যায়, আমিরুল ইসলাম ভূইয়া শাহীন প্রবাসে থাকেন। তার স্ত্রী ঘিলাকান্দি গ্রামের বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। তার শ্বশুর থাকেন নিচতলায়। ঘটনার দিন ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদল সিঁড়ির কেচি গেটের তালা কেটে ও ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের ভয়ে দেখিয়ে গৃহকর্ত্রী মরিয়ম ছিদ্দিকা কচিকে মুখ, হাত-পা বেঁধে আলমারীর তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য সাড়ে তের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মরিয়ম ছিদ্দিকা কচি জানান, ডাকাতদল মালামাল লুট করে নিয়ে গেলে পরে চিৎকার নিচতলায় থাকা আমার বাবা-মা ও অন্য সাক্ষীরা কক্ষে আসে। বিষয়টি কটিয়াদী থানাকে অবহিত করলে শনিবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় গৃহকর্ত্রী মরিয়ম ছিদ্দিকা কচি বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা করেন।
বাখ//এস