কৃষক পরিবারের মেয়ে ফারজানা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস. প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গলাচিপার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের এক কৃষক পরিবারের মেয়ে ফারজানা আক্তার তামান্না ৪৭২৮ মেরিট পজিশন নিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। গত রোববার (১৯ জানুয়ারি) প্রকাশিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফারজানা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মো. আলাউদ্দিন এবং মিসেস সেলিনা বেগমের মেয়ে। তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। ফারজানা ২০২১ সালে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। এরপর তিনি ২০২৩ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস. প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তার টেস্ট স্কোর ৭৮ ও মেরিট স্কোর ১৭৪.২ নম্বর।
শিক্ষাজীবনে ধারাবাহিক মেধা এবং কঠোর পরিশ্রম তাকে এই অসামান্য সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তার সাফল্যে এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং সবাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেছেন। স্থানীয়রা মনে করেন, ফারজানার এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব।
বাখ//আর