চৌহালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এর লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, প্রাণি সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, একাডেমি সুপারভাইজার খালিদ মাহমুদ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল ও সমাজ সেবা দপ্তরের আবদুল ওহাব মিয়া। আয়েজকগন জানান, উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের কর্মসুচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। জানাগেছে চৌহালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উদ্বোধন হয়ে ১১ ফেব্রুয়ারি সমাপ্ত হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাখ//আর