০৫:৪৭ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
চৌহালীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) জুয়েল মিয়া এর উদ্বোধন করেন।
যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদের থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তারও আগে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার আবদুল বাতেন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু উপস্থিত ছিলেন।
বাখ//আর