ঝিকরগাছার বাঁকড়ায় কোম্পানির এস আর কে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছায় ট্রান্সকম কোম্পানী লিমিটেড এর বিক্রয় প্রতিনিধি (এস আর) কে মারপিট, ট্যাব ভাংচুরসহ নগদ ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এই ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে, গত ১৮ জানুয়ারি দুপুরে উপজেলার বাঁকড়া বাজারে। এ ঘটনায় কোম্পানির এস আর গোলাম কিবরিয়া লিটন বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার দরগাডেঙ্গী গ্রামের হারুণ অর রশীদের ছেলে বাঁকড়া বাজারের রুবেল হার্ডওয়ারের প্রোপাইটর ফজলুর রহমান প্রায় ২ বছরপূর্বে কোম্পানির শার্শা ও ঝিকরগাছা উপজেলার দায়িত্বপ্রপ্ত এস আর গোলাম কিবরিয়া লিটনের নিকট থেকে ৩৫ হাজার টাকার ইলেকট্রিক লাইট (বাল্ব) বাকিতে ক্রয় করে। কিছু লাইট ব্যবহার হওয়া এবং ওয়ারেন্টি কার্ড ছাড়াই সম্প্রতি তা ফেরত দিয়ে দেয় ফজলু।
এমতবস্থায় গত ১৮ জানুয়ারি দুপুরে এস আর লিটন বাঁকড়া বাজারে ফজলুর দোকানের সামনে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরই এক পর্যায়ে লিটনকে এলাপাতাড়ী মারপিট করে এবং মোটরসাইকেল ধাক্কাদিয়ে ফেলে দেয়। কাছে থাকা অফিসিয়াল ট্যাব ভাংচুর ও সাইট ব্যাগে থাকা কালেকশনের ৪১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগটি বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবু সাঈদ জানিয়েছেন। মঙ্গলবার বিকালে ঝিকরগাছা প্রেস ক্লাবে এসে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন গোলাম কিবরিয়া লিটন।
বাখ//ইস