‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দিবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’

চিঠি দেয়ার পরও ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে বন্দিবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি আছে। চিঠি দেয়ার পরও ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে বন্দী বিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’
তাকে ফেরাতে সরকার যা যা করার তাই করবে বলেও এ সময় উল্লেখ করেন উপদেষ্টা আসিফ নজরুল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার। এর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান হিসেবে নির্ধারণ করে দেশের দায়িত্বভার গ্রহণ অন্তর্বর্তী সরকার।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি কর ছাত্র-জনতা হত্যার বিচার নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর থেকে শেখ হাসিনা, তার পরিবার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হতে থাকে।
এসব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। তবে সে সময় ভারতের পক্ষ থেকে চিঠি পাওয়া ছাড়া অন্য কোনো মন্তব্য করা হয় নি।