মাগুরার শ্রীপুরে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলা সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকালে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষনার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষন ভাতার চেক বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাখী ব্যানার্জী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ইত্তেফাকের সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষন কর্মকর্তা বিএম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ূন বিশ্বাস , জান্নাতুল ফেরদৌস, সাদিয়া তাসনিম দোলা, মোছাঃ শামীমা সুলতানাসহ আরোও অনেকে।
অনুষ্ঠানে ৫০ জন বিজনেজ ম্যানেজমেন্ট এ্যান্ড ই কমার্স এর প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও ১০ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষকসহ ৫ টি প্রশিক্ষণ ট্রেড বিউটি ফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনজ ম্যানেজমেন্ট এ্যান্ড ই-কমার্স ও ইন্টারিয়র ডিজাইন এ্যান্ড ইভেন ম্যানেজমেন্টের প্রায় চারশত নারী প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
বাখ//ইস