০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম বরখাস্ত

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গেল ১৬ জানুয়ারি উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত পত্রে আদেশ বাস্তবায়নের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
আদেশে উল্লেখ- চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল এর বিরুদ্ধে দিরাই থানায় দায়েরকৃত জি.আর মামলা নং-৮৫/২০২৩ এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ও জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধক্রমে এ আদেশ দেয়া হয়।
উল্লেখিত অভিযোগে ওই চেয়ারম্যান দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, দিরাই উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন চেয়ারম্যান জুয়েল। মেয়াদ শেষে সুনামগঞ্জের আদালতে হাজির হলে কারাভোগ করেন দীর্ঘদিন। গত বছরের ৪ সেপ্টেম্বর দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন ও তাঁর ভাইয়ের উপর হামলার মামলায় চার্জশিট প্রদান করে পুলিশ।
বাখ//এস