০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের : সাংবাদিকসহ আহত ১৪, গ্রেফতার ৩

হাওরাঞ্চল প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কাউছের লাঠিয়াল বাহিনীর আক্রমণে অষ্টগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী রহমান খাঁনসহ ১৪ জন আহত হয়েছেন।

সাংবাদিক আলী রহমান খাঁন উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বীরগাঁও বাগানবাড়ীর আলী হায়দার খাঁনের ছেলে ও উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক। আহত ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলার চরপ্রতাপ মৌজার ওতিয়ারচর হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অষ্টগ্রাম থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

এর আগে প্রায় শত একর জমি দখলের অভিযোগ উঠে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কাউছ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযুক্ত কাউসারুল আলম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সেকেরহাটি গ্রামের বাসিন্দা মৃত আবদুল ওয়াদুদের পুত্র।

ভূক্তভোগী কৃষকরা জানায়, অভিযুক্ত কাউছারুল আলম ও তার পবিারের সদস্যরা প্রায় ৪০ বছর ধরে উপজেলার চরপ্রতাপ মৌজার ওতিয়ারচরে এলাকার হতদরিদ্র বিভিন্ন মানুষের নামে সরকারী খাস জমি লিজ নিয়ে নিজেই দখল করে চাষাবাদ শুরু করেন। তারা জানায়, বছরের পর বছর নদীতে চর পড়লে চরের প্রায় শত একর জমি তিনি তার লাঠিয়াল বাহিনী নিয়ে দখল নেন। অনুসন্ধানে জানা যায়, যাদের নামে লিজ নেওয়া হয়েছে তাদের অনেকেই লিজের বিষয়টি জানতোনা। অনেকে লিজের বিষয়টি জানলেও চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর ভয়ে কৃষকরা তাদের জমিতে যাওয়ার সাহস পেতনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের পতন হলে সম্প্রতি অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। কৃষক এলিম খান এ প্রতিনিধিকে জনান, আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে ভ‚মিদস্যু কাউছ চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আমার তিন একর জমি দখল করে রেখেছেন। আজ (বুধবার) সকালে আমরা আমাদের জমিতে গেলে কাউছ চেয়ারম্যানের পালিত শতাধিক সন্ত্রাসী রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর নির্মম ভাবে ঝাপিয়ে পরে।

পূর্ব অষ্টগ্রামের কৃষক আলী আজগর এ প্রতিনিধিকে জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন তারা আমার তিন একর জমি দখল করে নেয়। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে আমরা এখনো জমিতে যেতে পারছিনা। এবিষয়ে একাধিক পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও কোন প্রতিকার হয়নি।

কৃষক নয়ন মিয়া বলেন, আমার তিন একর জমি ও খাস জমিসহ প্রায় শত একর জমি ভ‚মিদস্যূ কাউছ চেয়ারম্যান ও তার ভাই ভাতিজাগণ দখল করে রেখেছেন। কিন্তু জমির বৈধ কাগজ-পত্র থাকা সত্বেও তার লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা জমি আবাদ করতে গেলে তার লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করে দেয়। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, ঘটনার পর আমরা তিন জনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
৯২ জন দেখেছেন

অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের : সাংবাদিকসহ আহত ১৪, গ্রেফতার ৩

আপডেট : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কাউছের লাঠিয়াল বাহিনীর আক্রমণে অষ্টগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী রহমান খাঁনসহ ১৪ জন আহত হয়েছেন।

সাংবাদিক আলী রহমান খাঁন উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বীরগাঁও বাগানবাড়ীর আলী হায়দার খাঁনের ছেলে ও উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক। আহত ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলার চরপ্রতাপ মৌজার ওতিয়ারচর হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অষ্টগ্রাম থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

এর আগে প্রায় শত একর জমি দখলের অভিযোগ উঠে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কাউছ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযুক্ত কাউসারুল আলম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সেকেরহাটি গ্রামের বাসিন্দা মৃত আবদুল ওয়াদুদের পুত্র।

ভূক্তভোগী কৃষকরা জানায়, অভিযুক্ত কাউছারুল আলম ও তার পবিারের সদস্যরা প্রায় ৪০ বছর ধরে উপজেলার চরপ্রতাপ মৌজার ওতিয়ারচরে এলাকার হতদরিদ্র বিভিন্ন মানুষের নামে সরকারী খাস জমি লিজ নিয়ে নিজেই দখল করে চাষাবাদ শুরু করেন। তারা জানায়, বছরের পর বছর নদীতে চর পড়লে চরের প্রায় শত একর জমি তিনি তার লাঠিয়াল বাহিনী নিয়ে দখল নেন। অনুসন্ধানে জানা যায়, যাদের নামে লিজ নেওয়া হয়েছে তাদের অনেকেই লিজের বিষয়টি জানতোনা। অনেকে লিজের বিষয়টি জানলেও চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর ভয়ে কৃষকরা তাদের জমিতে যাওয়ার সাহস পেতনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের পতন হলে সম্প্রতি অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। কৃষক এলিম খান এ প্রতিনিধিকে জনান, আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে ভ‚মিদস্যু কাউছ চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আমার তিন একর জমি দখল করে রেখেছেন। আজ (বুধবার) সকালে আমরা আমাদের জমিতে গেলে কাউছ চেয়ারম্যানের পালিত শতাধিক সন্ত্রাসী রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর নির্মম ভাবে ঝাপিয়ে পরে।

পূর্ব অষ্টগ্রামের কৃষক আলী আজগর এ প্রতিনিধিকে জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন তারা আমার তিন একর জমি দখল করে নেয়। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে আমরা এখনো জমিতে যেতে পারছিনা। এবিষয়ে একাধিক পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও কোন প্রতিকার হয়নি।

কৃষক নয়ন মিয়া বলেন, আমার তিন একর জমি ও খাস জমিসহ প্রায় শত একর জমি ভ‚মিদস্যূ কাউছ চেয়ারম্যান ও তার ভাই ভাতিজাগণ দখল করে রেখেছেন। কিন্তু জমির বৈধ কাগজ-পত্র থাকা সত্বেও তার লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা জমি আবাদ করতে গেলে তার লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করে দেয়। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, ঘটনার পর আমরা তিন জনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাখ//আর