০৪:৪৭ পূর্বাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
খাষপুকুরিয়া ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা

সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খাষপুকুরিয়া ইউনিয়ন এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
খাষপুকুরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: জিন্নাহ সিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউছার মন্ডলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: রমিউজ্জামামান (লুৎফর)
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। চৌহালী উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কদ্দুস সিকদার ও কৃষক দলের নেতা মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: জিন্নাহ সিকদার বলেন, খাষপুকুরিয়া ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সুখী সমৃদ্ধ খাষপুকুরিয়া ইউনিয়ন গড়ে তুলতে হবে, তিনি সকলকে দেশ ও দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান।
বাখ//এস