চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ : বিভ্রান্ত না হওয়ার আহবান

পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াসকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদারসহ ইউপি সদস্যরা।
বুধবার দুপুরে পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, ইউপি সদস্য আনিছুর রহমান সানা, মতলেব মালী, নজরুল ইসলাম সরদার, ফাতিমা তুজ জোহুরা রুপা ও এস্নোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান সংশ্লিষ্ট পরিষদবর্গ।
বিবৃতির মাধ্যমে তারা বলেন, গত ১৯ জানুয়ারি চাঁদখালী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য জুলেখা খাতুন তার নিজের একটি ঘটনায় সংবাদ সম্মেলন করেন। যেখানে পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াসকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। যা পরের দিন বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।
এতে চেয়ারম্যান শাহাজাদাসহ পরিষদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। প্রকৃত পক্ষে চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস একজন উন্নয়ন বান্ধব চেয়ারম্যান। তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের সকলকে সাথে নিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এ পর্যন্ত তার বিরুদ্ধে কোন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নাই। তিনি এলাকার কোন মানুষকে মামলা দিয়ে কিংবা অন্য কোন ভাবে হয়রানি করেছেন এমন কোন ঘটনা নাই। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন। তার অনুপস্থিতিতে তাকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশিত হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাখ//আর