০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর কর্মীসভা উপলক্ষে দিনাজপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরের গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীসভা। কর্মীসভা সফল করতে সংগঠনটি তৃণমূল থেকে শহর পর্যন্ত মতবিনিময় সভা, মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ ২২ জানুয়ারি দুপুরে কয়েক হাজার মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি দিনাজপুর বড় মাঠ থেকে শুরু করে দিনাজপুর ডিসি অফিস রোড, পৌরসভা সড়ক, স্টেশন রোড, মুন্সিপাড়া, জেল রোড, গণেশতলা, মর্ডান মোর, মালদাহপট্টি সড়ক, দিনাজপুর কোতয়ালী থানা সড়ক, কালিতলা, সুই হারি, সদর উপজেলা পরিষদ সড়ক, পিডিবি, আনসার ভিডিপি সড়ক, ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ সড়ক, দিনাজপুর শিক্ষা বোর্ড সড়ক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক হয়ে বাইপাস রোড দিয়ে রানীগঞ্জ বাজার, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক, রাজারামপুর গাবুরা ব্রিজ, দিনাজপুর বিশ্বরোড সড়ক, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সড়ক, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, দিনাজপুর মেডিকেল কলেজ সড়ক, চুনিয়াপাড়া, কাউগামোর, উপ শহর সড়ক, দিনাজপুর সরকারি টেক্সটাইল সড়ক, পুলহাটমোড়, ফুলতলা বাজার, সিকদার হাট হয়ে পুনরায় দিনাজপুর বড় মাঠে এসে মোটরসাইকেল শোভাযাত্রা সমাপ্ত করে।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক। দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় শোভাযাত্রার পূর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাইনুল আলম ও মাওলানা মুজিবুর রহমান, বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম।

সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. তোজাম্মেল হক বকুল, সোহেল রানা, দিনাজপুর শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ মাসুদ রানা প্রমূখ।

মোটরসাইকেল শোভাযাত্রার পূর্ব সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর- এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে ব্যাপকভাবে বরণ করে নিতে হবে।

মোটরসাইকেল শোভাযাত্রায় শহর জামায়াতের ১২ টি ওয়ার্ডের আমীর, সভাপতি, সেক্রেটারী, শ্রমিক কল্যান ফেডারেশন, ইসলামী ছাত্র শিবিরসহ সকলঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর এমন প্রকাশ্য ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাকে দিনাজপুরের মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মোটরসাইকেল শোভাযাত্রা করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়। এদিকে বিশাল এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে ভিড় করে হাজারো জনতা। সকলেই এই শোভাযাত্রাকে হাততালি দিয়ে স্বাগত জানায়।

বাখ//ইস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
৮৯ জন দেখেছেন

জামায়াতে ইসলামীর কর্মীসভা উপলক্ষে দিনাজপুরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

দীর্ঘ ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরের গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীসভা। কর্মীসভা সফল করতে সংগঠনটি তৃণমূল থেকে শহর পর্যন্ত মতবিনিময় সভা, মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ ২২ জানুয়ারি দুপুরে কয়েক হাজার মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি দিনাজপুর বড় মাঠ থেকে শুরু করে দিনাজপুর ডিসি অফিস রোড, পৌরসভা সড়ক, স্টেশন রোড, মুন্সিপাড়া, জেল রোড, গণেশতলা, মর্ডান মোর, মালদাহপট্টি সড়ক, দিনাজপুর কোতয়ালী থানা সড়ক, কালিতলা, সুই হারি, সদর উপজেলা পরিষদ সড়ক, পিডিবি, আনসার ভিডিপি সড়ক, ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ সড়ক, দিনাজপুর শিক্ষা বোর্ড সড়ক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক হয়ে বাইপাস রোড দিয়ে রানীগঞ্জ বাজার, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক, রাজারামপুর গাবুরা ব্রিজ, দিনাজপুর বিশ্বরোড সড়ক, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সড়ক, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, দিনাজপুর মেডিকেল কলেজ সড়ক, চুনিয়াপাড়া, কাউগামোর, উপ শহর সড়ক, দিনাজপুর সরকারি টেক্সটাইল সড়ক, পুলহাটমোড়, ফুলতলা বাজার, সিকদার হাট হয়ে পুনরায় দিনাজপুর বড় মাঠে এসে মোটরসাইকেল শোভাযাত্রা সমাপ্ত করে।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক। দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় শোভাযাত্রার পূর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাইনুল আলম ও মাওলানা মুজিবুর রহমান, বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম।

সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. তোজাম্মেল হক বকুল, সোহেল রানা, দিনাজপুর শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ মাসুদ রানা প্রমূখ।

মোটরসাইকেল শোভাযাত্রার পূর্ব সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর- এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে ব্যাপকভাবে বরণ করে নিতে হবে।

মোটরসাইকেল শোভাযাত্রায় শহর জামায়াতের ১২ টি ওয়ার্ডের আমীর, সভাপতি, সেক্রেটারী, শ্রমিক কল্যান ফেডারেশন, ইসলামী ছাত্র শিবিরসহ সকলঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর এমন প্রকাশ্য ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাকে দিনাজপুরের মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মোটরসাইকেল শোভাযাত্রা করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়। এদিকে বিশাল এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে ভিড় করে হাজারো জনতা। সকলেই এই শোভাযাত্রাকে হাততালি দিয়ে স্বাগত জানায়।

বাখ//ইস