পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক পরিষদের পরিচিতি সভা

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ২১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: মুজিবুর রহমান।
এ ছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক মো: জাকির হোসেন, বিদ্যালয়ের শিফট ইনচার্জ (প্রভাতি) বাবুল আখতার, (দিবা) মো: হুমায়ুন কবির, শিক্ষক পরিষদের নবনির্বাচিত সভাপতি মো: শাহাদত ইসলাম, সাধারন সম্পাদক মো: মহিদ উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য ৯ জানুয়ারী সভাপতি মো: শাহাদত ইসলামকে সভাপতি, মো: মহিদ উদ্দিন খানকে সাধারন সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট শিক্ষক পরিষদ গঠন করা হয়।
বাখ//ইস