শ্রম দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের আঞ্চলিক শ্রম দপ্তর, ফরিদপুর’র অনুরোধ উপেক্ষা করে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে চিনিকলের শ্রমজীবী ইউনিয়ন এর মাঠে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী ৪ ফেব্রুয়ারি সংগঠনটির ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়।
তবে ওই সাধারণ সভায় সাধারণ সংগঠনটির সম্পাদক মাজহারুল ইসলাম মিলন ও তার সমর্থিতরা অনুপস্থিত ছিলেন। তাদের দাবি, অনিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করার চেষ্টা চালানোর প্রতিবাদে তারা যোগ দেননি। মাজহারুল ইসলাম মিলন দাবী করেন, সভাপতির নেতৃত্বে একটি অংশ ভীতিকর পরিবেশ তৈরির মাধ্যমে একচ্ছত্রভাবে সাধারণ সভা আহ্বান করে। ফলে নিরাপত্তার অভাবে তিনি ও তার শ্রমিকদের একটি বড় অংশ সভায় যোগ দেননি।
তিনি দাবী করেন, সাধারণ সম্পাদকের ওই সভা আহবান করার কথা থাকলেও যুগ্ম সাধারণ সম্পাদক নিজেকে অনিয়মতান্ত্রিকভাবে সাধারণ সম্পাদক প্রকাশ করিয়া সভা আহবান করেছেন, যা সম্পুর্ণরুপে বিধি বহির্ভুত। তিনি আরো দাবী করেন, জেলার শ্রম দপ্তর ২১ জানুয়ারী উভয় পক্ষের উপস্থিতিতে উত্থাপিত আপিল নিস্পত্তি করে পুনরায় সাধারণ সভা আহবান করার অনুরোধ করে চিঠি দেয়। ওই চিঠির তোয়াক্কা না করে সভাপতি মো. শাহীন মিয়া অনিয়তান্তিকভাবে সাধারণ সভা অনুষ্ঠিত করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।
যদিও ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মো. শাহীন মিয়া,সাধারণ সম্পাদকের অভিযোগ অস্বিকার করে বলেন, গঠনতন্ত্র মোতাবেকই সাধারণ সভা আহবান করা হয়েছে এবং শ্রমিকদের মতামত নিয়েই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শ্রম দপ্তরের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছে, এটা কোনো নির্দেশ নয়। তাই গঠনতন্ত্র লঙ্ঘিত হওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নে চারশ জন সদস্য রয়েছেন।
বাখ//আর