রবি উপাচার্যের সাথে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির মতবিনিময়

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির প্রতিনিধি দলের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে -১ এ শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি উপাচার্য প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদারের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় উপাচার্য বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তক দাবির সাথে আমি একমত। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অল্প কিছু বরাদ্দ হয়েছে যা দিয়ে কাজ করা যাবে।
তিনি বলেন, আমি দ্বায়িত্ব থাকা কালীন যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু কাজ করতে পারি এজন্য সকলের সহযোগীতা কামনা করেন এসময় উপস্থিত ছিলেন, স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক এ্যাডঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব, আমির হোসেন সবুজ, সদস্য এ্যাডঃ কবির আজমল বিপুল, মতিয়ার রহমান, রায়হান আলী, শিক্ষক কামরুন্নার লাকী, শহিদুল ইসলাম শাহীন, পুজা উদযাপন পরিষদের অসীম সাহা বাণী, সাংস্কুতিক ব্যক্তি কাজী শওকত, সাংবাদিক সাগর বসাকসহ প্রমুখ।
বাখ//আর