০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উজিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদেরর মাঠে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ মাঠে শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজে সাবেক ভিপি কাজী ইমদাদুল হক মিলন, বিএনপি নেতা সৈয়দ ইউসুফ হোসেন, জামায়েত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল হক।
সভায় প্রধান অতিথি বলেন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। আমরা সবাই বাংলাদেশী তাই সবাইকে মিলেমিশে এই দেশের শান্তি রক্ষা করতে হবে।
বাখ//এস