তাড়াশে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

শস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যাসিতু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকদের মধ্যে চলতি বছর ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছরে উপজেলায় আশাতীত ফলন হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা।
তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার গত মৌসুমে ভুট্টা চাষ হয়েছিল ১হাজার ৩৯৩ হেক্টর। এর মধ্যে চাষ পদ্ধতিতে ৬১৬ হেক্টর ও বিনা চাষে ৭৭৭ হেক্টর। চলতি বছরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১হাজার ৩শ’ ৯৫ হেক্টর জমি। অর্জিত হয়েছে ১ হাজার ৪শত ৯৫ হেক্টর জমি। চলতি মৌসুমে এনকে-৪০, সিনজেনটা, কাভেরী, চ্যাম্পিয়নসহ বারি-৫, বারি-৬, বারি-৭, জাতের ভুট্রার আবাদ হয়েছে।
উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের কৃষক শামিম হোসেন জানান, এবছর ১০ বিঘা জমিতে ভুট্রার আবাদ করেছি। ভুট্রা গাছ হয়েছে ব্যাপক। আশা করছি বাম্পার ফলন হবে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, ভুট্টা এখন মাছ আর মুরগির খাদ্য নয়, মানুষের অন্যতম প্রয়োজনীয় খাদ্য শস্য। ভুট্টা সাধারণত চাষ ও বিনা চাষ এই দুই পদ্ধতিতেই আবাদ হয়ে থাকে। খরচ অল্প এবং অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় বোরো আবাদের পাশাপাশি অনেক জমিতে এবার ভুট্টা চাষ করছে কৃষকেরা। তারা এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনাও দেখছেন। এছাড়াও কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের নানান ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।
বাখ//এস