০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
যারা নির্বাচনের জিততে পারবে না তাদের নির্বাচনের কথা শুনলেই গায়ে জ্বর আসে যায় : কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেছেন, যারা নির্বাচনে জিততে পারবে না তাদের নির্বাচনের কথা শুনলেই গায়ে জ্বর আসে যায়। জুন জুলাই এর গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের মুখ দেখেনি।অতীতের মত যদি কোন সরকার বা গোষ্ঠী ভোটের অধিকার হরন করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা শহীদ জিয়ার সৈনিকরা রাজপথে থেকে ভোটের অধিকার নিশ্চিত করবে।
২২ জানুয়ারি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে যে সমস্ত দলের সাংগঠনিক অবস্থা দুর্বল তারাই নির্বাচন বিমুখ। কারণ তারা জানে তারা নির্বাচনের জিততে পারবে না। এজন্য নির্বাচন নিয়ে তাদের কোন ভাবনা নেই। কৃষক হচ্ছে দেশের অর্থনীতির মেরুদন্ড। কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফোটাতে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।
ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিগত ১৫ বছরে মানুষের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। কৃষকসহ সাধারন মানুষ ভোট দিতে পারেনি। এখন যারা ক্ষমতায় রয়েছেন আমাদেও রক্ত ঘামের উপর দিয়ে মত শত নেতাকর্মীর গুম খুনের মধ্য দিয়ে এ সরকার প্রতিষ্ঠা হয়েছে। ফ্যাসিষ্ট হাসিনার বিদায় হয়েছে। এখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পাচ্ছেনা। বিগত সরকারের সাড়ে ১৫ বছরে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর তারা ভোট দিতে পারেনি। দেশের মানুষ উন্মুক্ত হয়ে আছে কখন সুষ্ঠু অবাধ নির্বাচন এর মধ্য দিয়ে ভোটাধিকার পায়।
যে সকল দল ভোটে জিতার কোন সম্ভাবনা নাই যখন বিএনপি ভোটের কথা নির্বাচনের কথা বলে তখন সেবব দলের গাজালা করে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কৃষিউপকরন সহজলভ্য, শষ্যবিমা, কৃষিঋন প্রদানে ঘোষনা দেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুির জেলার বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে বক্তরাখেন জেলা বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন ১১ নং মরিচা ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান বাদশা। কৃষক সমাবেশে জেলা ১৩ উপজেলা থেকে কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
বাখ//এস