কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক-মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে সুমন খাঁ (৩২) নামে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার আওতাপাড়া বাজার নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমন খাঁ পাবনার সদর উপজেলার মালিগাছা গ্রামের মোঃ মাবুদ খাঁর ছেলে এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যাওয়ার পথে আওতাপাড়া বাজারে এসে পৌঁছালে পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সুমন ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ঘাতট ট্রাকটি পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি এবং যেহেতু নিহতের বাড়ি পাবনা সদর উপজেলা সেহেতু পাবনা সদর থানার কাছে মরদেহটি হস্তান্তর করা হয়ে। তারা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করবেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এস এম মনিরুজ্জামান জানান, ঘটনাটি ঈশ্বরদী থানায় এলাকায় ঘটেছে। নিহত পরিচয় নিশ্চিত করে নিহতর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। মামলা এবং আইনি প্রক্রিয়া ঈশ্বরদী থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবে।
বাখ//ইস