রাউজানে জুমার নামাজে যাবার পথে দিবালোকে গুলি করে ব্যবসায়িকে হত্যা

রাউজানে জুমার নামাজ পড়তে মসজিদে যাবার পথে দিবালোকে গুলি করে এক ব্যবসায়িকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে। জানাগেছে নিহত ব্যক্তির নাম হাজী জাহাঙ্গীর আলম (৫৫)। নিহতের বাবার নাম আবু ছৈয়দ মেম্বার। তিনি নগরের চাক্তাইয়ের স্বনামধন্য ব্যবসায়ী ও রাউজান নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক।
দক্ষিণ রাউজানের ক্রাইমজোন হিসাবে পরিচিত নোয়াপাড়া ইউনিয়নে এ ঘটনাকে কেন্দ্র করে সাধারন মানুষ আতংকিত। সূত্র জানায় ১০/১২ জন মুখোশ পড়া অস্ত্রধারী সন্ত্রাসিরা এঘটনা ঘটায়। জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম গতরাতে বার্মা থেকে দেশে এসেছেন। তিনি শুটকি ব্যবসার সূত্রে ব্যবসায়িক কাজে বার্মা গিয়েছিলেন। তিনি পরিবার পরিজন নিয়ে নগরীতে বসবাস করতেন।
শুক্রবার মোটরসাইকেল যোগে তার ভাগিনা আব্বাস উদ্দিনকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন বাড়ীর মসজিদে। পথে সন্ত্রাসীরা তাদের এলোপাথাড়ি গুলি করে। এতে দুইজনই গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে নগরীর অদূরে অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান, অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। মাথায় গুলি লেগেছিল, যার কারনে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাইকে থাকা তার ব্যবসায়িক ম্যানেজার আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ আব্বাস উদ্দিন নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার।
তিনি বর্তমানে নগরীর এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। বিকালে এডিশ্যানাল এসপি ক্রাইম,এ এসপি সার্কেল রাউজান-রঙ্গুনীয়া,ওসি রাউজান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ চট্টগ্রাম মর্গে রাখা হয়েছে।
রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী সন্ধ্যা ৭টা নাগাদ বলেন, পুলিশ ঘটনাটি জোড়ালো ভাবে তদন্ত করছে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে, থানায় এখনো মামলা হয়নি।
বাখ//আর