১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে’

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে।’

আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে এসময় নুরুল হক নুর বলেন, ‘গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা।’

অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুর।

ছাত্র নেতৃবৃন্দ কলঙ্কিত হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে এসময় ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘অতীতে যারাই সরকার গঠন করেছে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছে।’

ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে বিএনপি জানিয়ে নুরুল হক নুর বলেন, আবার সেই ওয়ান ইলেভেন আনবেন? এই যে ওয়ান ইলেভেন নিয়ে আলোচনা হচ্ছে, এই ওয়ান ইলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজেই আমরা পরিষ্কার ভাবে বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৯৯ জন দেখেছেন

‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে’

আপডেট : ০৯:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে।’

আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে এসময় নুরুল হক নুর বলেন, ‘গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা।’

অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুর।

ছাত্র নেতৃবৃন্দ কলঙ্কিত হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে এসময় ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘অতীতে যারাই সরকার গঠন করেছে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছে।’

ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে বিএনপি জানিয়ে নুরুল হক নুর বলেন, আবার সেই ওয়ান ইলেভেন আনবেন? এই যে ওয়ান ইলেভেন নিয়ে আলোচনা হচ্ছে, এই ওয়ান ইলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজেই আমরা পরিষ্কার ভাবে বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।