০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ইসলামপুরে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের জানাজা নামায সম্পন্ন হয়েছে। প্রথম জানাযা নামাজ তার শশুরবাড়ী রংপুরের পরীগঞ্জ ও দ্বিতীয় জানাযা নামাজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে দল-মত নির্বিশেষে সকলে অংশ গ্রহণ করেন।
জানাজা পূর্ব মরহুমের প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএস এম আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক পৌর মেয়র জিয়াউর হক জিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান সরকার,উপজেলা নায়েব আমির আমজাদ হোসেন, প্রভাষক আনিসুর রহমান আনিস প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি গর্ভধারিণী মা, স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, এক ভাই, চার বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাখ//এস