পাকুন্দিয়ায় বিএনপি নেতা আলম হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি নেতা আলম মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুরের চান্দনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। নিহত আলম মিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরটেকী গ্রামের মৃত গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিন। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা ও গাছপালা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ দরবার হলেও কোন ফয়সালা হয়নি। এর জেরে গত ২১ জানুয়ারি দুপুরে ওই বিষয় নিয়ে ফের দুই ভাইযের মধ্যে ঝগড়া শুরু হয়। খবর পেয়ে পাশের বাড়ির বিএনপি নেতা আলম মিয়া তাদের ঝগড়া থামাতে ছুটে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহরাব উদ্দিনের লোকজন আলম মিয়াকে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে সোহরাব উদ্দিনের পক্ষের ৪-৫জন লোক আলম মিয়াকে ঝাপটে ধরে। এ সময় সোহরাব উদ্দিন আলম মিয়ার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ওই ঘটনায় নিহতের ছেলে মো. জাকির হোসেন ২২ জানুয়ারি ৫ জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। এরপরই হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে প্রধান আসামী মো. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার সোহরাব উদ্দিন হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাখ//আর