ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপর ধারাবাহিক হামলায় পুলিশের সহযোগীতায় মূল হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে অভিযোগ দাবি করে থানায় প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও ছাত্র জনতা। রবিবার (২৬ জানুয়ারী) দুপুর দেড় ঘটিকায় ঈশ্বরদী থানার ফটকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে তারা ঈশ্বরদী থানার ওসির পদত্যাগ দাবিসহ নানা স্লোগানে স্লোগানে এসব হামলার বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল টি ঈশ্বরদী বাজারের ১ নং গেট হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের রেলওয়ে রোডহয়ে রেলগেটস্থ ঈশ্বরদী থানার প্রধান ফটকে এসে রাস্তার মাঝে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় পুলিশের কাজের সমালোচনা করে বক্তব্য কালে মো:আসিফ মাহমুদ বলেন, ছাত্রলীগের সকল হত্যা চেষ্টা রুখে দেবে ছাত্ররাই, পুলিশ ভাইয়েরা শুধু আপনাদের দ্বায়িত্ব সঠিক পালন করুন।
ছাত্র শিবির নেতা সজীব হোসেন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,আপনারা (পুলিশ) আওয়ামী প্রেমী আর হয়েন না। যাদের পরাজয় হয়েছে কঠোর আন্দোলনের মধ্যদিয়ে তাদের মত আপনাদেরকেও যেন পরাজিত না হতে হয়।
সরকারী কলেজ ছাত্রদল নেতা মাহ্ মুদুল ইসলাম শাওন বলেন, আমার উপরও ছাত্রলীগের আক্রমন হয়েছে। সে বিষয়ে ছাত্রদল আন্দোলন করেছে। এখন অবার সমন্বয়কদের উপর হামলা হচ্ছে কেন?
মানাব (মাদক কে না বলি) সভাপতি মাসুম পারভেজ কল্লোল ওসিকে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আন্দোলন এবং সরকার পতনের পর ছাত্ররা যখন পড়ার টেবিলে ঠিক তখনই ভারত বসে সন্ত্রাসী আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমরা করতে দেব না। আপনারা আগামী তিন দিনের মধ্যে ঈশ্বরদীকে নিষিদ্ধ ছাত্রলীগ মুক্ত করবেন। সেই সাথে সমন্বয়কদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনাবেন অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।
এসময় আরও বক্তব্য রাখেন,ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আফজাল হোসেন, আলামিন,শাওন, দিহান প্রমূখ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, ইব্রাহিমের উপরে হামলায় তদন্ত করে ছাত্রলীগের সাব্বির নামে এক নেতাকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। অল্প সময়ের মধ্যে বাকিদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
বাখ//আর