উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ সেলিম আহমেদ

বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সেলিম আহমেদ।
এ উপলক্ষে ২৬ জানুয়ারী রবিবার বেলা ২ টায় বিদ্যালয়ের সভাকক্ষে নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম আহমেদ ও অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে বরন করে নেন প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ সকল শিক্ষক-কর্মচারী ও অতিথিবৃন্দ।
সভাপতিকে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ হান্নান হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাশেল হাওলাদার, শহিদ হাওলাদার প্রমুখ।
মোঃ সেলিম আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাখ//ইস