ঝিকরগাছায় মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় স্থানীয় সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬জানুয়ারি) উপজেলার লাউজানী আল হেলাল কমপ্লেক্সে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর- ২ চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তাই সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংবাদ পরিবেশন করে সমাজের অসঙ্গতি দূর করা সম্ভব। এক শ্রেণির মিডিয়া এখন মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়াতে ব্যস্ত। তাদের ব্যাপারে সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক ও রাজনৈতিক সব ধরনের তথ্যচিত্র তুলে ধরার উপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সাংবাদিকতার উপর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করলে পেশাগত দক্ষতা-অভিজ্ঞতা অর্জন সম্ভব।
এতে একজন পেশাদার সাংবাদিকের প্রতি জনআস্থা সৃষ্টির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান।
সংগঠনের উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া শাখার সভাপতি মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম। কর্মশালায় উপজেলার ১১ ইউনিয়নের শতাধিক মিডিয়াকর্মী অংশ গ্রহণ করেন।
বাখ//ইস