বিভিন্ন দাবি নিয়ে রবি ভিসির কাছে সচেতন নাগরিক ফোরাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শাহজাদপুরের সর্বস্তরের ছাত্রসমাজ এবং আপামর জনতা। গত কয়েকদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ, রাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে শাহজাদপুরের সর্বোস্তরের ছাত্রসমাজ, শাহজাদপুরের স্বার্থ রক্ষা কমিটি এবং সচেতন নাগরিক ফোরামের আয়োজনেও চলছে নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন দাবী তুলে ধরে উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের সাথে বৈঠক করেন সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শাহজাদপুরের মানুষকে বিশ্ববিদ্যালয়ের অংশীজন মনে করা, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নিরাপত্তা বিধান নিশ্চিতসহ বিভিন্ন দাবী লিখিত আকারে ভিসির কাছে তুলে ধরেন সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মির্জা হুমায়ূন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারি অধ্যাপক এম ফরহাদ হোসেন, অধ্যক্ষ আবু জাফর, মোঃ আব্দুল মোমিন, হাবিবুর রহমান প্রমুখ।
বাখ//আর