ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা আজ বিকেলে পটুয়াখালীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সঞ্চালনায় জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে সভায় কমিটির সস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন “১৬ বছরে আমরা অনেক কিছু দেখেছি, লোক জনকে দেখানোর জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে অনেক কিছু করা হয়েছে, কিন্তু আসল যে জিনিস তা করা হয়নি, যার জন্যই ২৪ এর জুলাই-আগস্টের প্রয়োজন হয়েছিল। সকলের দায়িত্ব হবে ১ জানুয়ারি ২০০৮ সালের আগে যারা জন্ম গ্রহন করেছেন, যাদের জন্মনিবন্ধন আছেন তাদের কেউ যেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ এর মাধ্যমে চলমান ভোটার তালিকা থেকে বাদ না পরে।
তিনি আরোও বলেন, ভোটের অধিকার না থাকার কারনেই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। যখন তথাকথিত জনপ্রতিনিধিদের ভিতরে এই ধারনা জন্মায় জনগনের সম্পদ, অর্থ ব্যবহার করেও তাদের জনগনের কাছে কৈফিয়ত দিতে হয় না, তখন আর ভয়-ডর বলে কিছু থাকে না, যা বিগত সাড়ে পনের বছরে ছিল। সেই অবস্থায় আমরা যেতে চাইনা, এ লক্ষেই সবার কাছে গ্রহণযোগ্য সুন্দর একটি ভোটার তালিকার মাধ্যমে সরকার যখন ভোটের তরিখ ঘোষনা করবেন, সকলে যেন ভোটের আচরন বিধি মেনে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন।
সভায় জানানো হয় জেলায় ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহের কাজ ৩ ফেব্রুয়ারি শেষ হবে। পরবর্তিতে ৫ ফেব্রুয়ারি ১১ এপ্রিল পর্যন্ত ৪ টি টিমে ৭০৩ জন তথ্যসংগ্রহকারী ১৬২ জন সুপাভাইজারের সহায়তায় এই নিবন্ধন কার্যক্রম চালাবেন। যা পটুয়াখালী সদর উপজেলার পৌরসভার ৯ টি ওয়ার্ড ১৪ টি ইউনিয়নে ৫ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত, রাঙ্গাবালী উপজেলার ৬ টি ইউনিয়নে ২৪ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত, বাউফল উপজেলার পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ১৫ টি ইউনিয়নে ৫ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত, দুমকী উপজেলার ৫ টি ইউনিয়নে ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত, মির্জাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে ৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত, কলাপাড়া উপজেলার অর্ন্তগত পৌরসভার ১৮ টি ওয়ার্ড ১২ টি ইউনিয়নে ১মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত, গলাচিপা পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ১২ টি ইউনিয়নে ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত, দশমিনা উপজেলার ৭ টি ইউনিয়নে ১৮ মার্চ থেকে ১১ এপ্রির পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
বাখ//ইস