শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ইন্তেকাল

শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রিয় তাঁতী দলের সাবেক সহ সভাপতি ও শাহজাদপুরের সাবেক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ আনোয়ার হোসেন (৭৪) রবিবার সকালে তার নিজ বাসববন পৌর সদরের মনিরামপুর গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা শাহজাদপুরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে পড়ে। উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক আরিফুজ্জাান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার সহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান এছাড়া গভীর শোক জানিয়েছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফসর ড. এম এ মুহিত।
এ ছাড়া উপজেলা প্রেস ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ী বণিক সমিতি তাকে শেষ বারের মত দেখতে যায়। সকাল থেকে শত শত মানুষ জনপ্রিয় নেতাকে দেখতে যায়। মরহুমের নামাজে জানাযা বাদ এশা সরকারি কলেজ প্রাঙ্গনে অনষ্ঠিত হয়। পরে খঞ্জনদিয়ার কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাখ//এস